Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাম্ভীরকে ছাড়িয়ে আইপিএলে ওয়ার্নারের সর্বাধিক অর্ধশতকের নজির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০২:১৭ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০২:১৭ PM

bdmorning Image Preview


রবিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে ১৯ বলে ৪৯ রানের ইনিংস খেলে কলকাতাকে জয় এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। তাই প্রথমে ব্যাট করে বড় রান তুলেও হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হায়দরাবাদকে।

রবিবার বিকালের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্সের হয়ে নজর কাড়েন ডেভিড ওয়ার্নার। ১২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে ৩১ বলে অর্ধশতক তুলে নেন ওয়ার্নার। ব্যক্তিগত ৫৩ বলে ৯ বাউন্ডারি ৩ ছক্কায় ৮৫ রানে আউট হন তিনি। এটি আইপিএল ক্যারিয়ারে ওয়ার্নারের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। একইসঙ্গে নিজের নামের পাশে নতুন রেকর্ডও যোগ করলেন তিনি।

কার্তিকদের বিপক্ষে ইডেনে অর্ধশতক করার সুবাদে, আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অর্ধশতক করার নজির গড়লেন তিনি (৩৭)। যার ফলে টপকে গেলেন প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গাম্ভীরকে (৩৬)। গত বছরই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন গাম্ভীর।

Bootstrap Image Preview