Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেষ ওভারে সাকিব, ভুবনেশ্বরের সিদ্ধান্তে হতবাক রানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০১:০২ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


রবিবার আইপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে ভুবনেশ্বর কুমারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান নীতিশ রানা।

ইডেন গার্ডেনে হায়দরাবাদ দলের দায়িত্ব পান ভারপ্রাপ্ত অধিনায়ক ভুবনেশ্বর কুমার। ম্যাচে কলকাতার ব্যাটিং ইনিংসে শেষ ওভারে বল করতে আসেন সাকিব। তখন কলকাতার ম্যাচ জিততে প্রয়োজন ছিল ১৩ রান। তবে শুভমান গিল দুটি ছক্কা হাকিয়ে দুই বল হাতে রেখেই জয় তুলে নেন।

শেষ ওভারে স্পিনার ব্যবহার করায় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমারের সিদ্ধান্তের সমালোচনা করলেন নাইট রাইডার্সের বাঁহাতি ব্যাটসম্যান নীতীশ রানা। তিনি বলেন, ‘ ইডেনের এমন পিচে যখন ক্রিজে আন্দ্রে রাসেল এবং শুভমান গিলের মতো ব্যাটসম্যান রয়েছে তখন কেউ কখনও বাঁহাতি স্পিনারকে দিয়ে বোলিং করায়? এটা ঠিক সিদ্ধান্ত নয়।’

নীতীশ রানার মতে সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমারের অবাক করার মতো সিদ্ধান্ত— ফর্মে থাকা বোলার বিজয় শঙ্করকে দিয়ে এক ওভার বোলিং না করানো। নীতীশ রানার মতে, ‘হ্যাঁ, এতে আমাদেরই সুবিধা হয়েছে। বিজয় শঙ্কর বোলিং করলে হয়তো আমরা বেশি রান তুলতে না-ও পারতাম ওর ওভারে।’

অন্যদিকে, বিপক্ষ সানরাইজার্স শিবিরের পক্ষে ম্যাচ শেষে রশিদ খান জানালেন, ‘আমরা খারাপ খেলিনি। ইডেনের মতো মাঠে ১৮০ রান বেশ ভাল রান। কিন্তু টি-টোয়েন্টি খেলার মজাই এরকম। সেজন্য নাইটদের জয় আমাদের কাছে অপ্রত্যাশিত নয়। টি-২০-তে এরকম হয়েই থাকে। আমরা ম্যাচের শুরু থেকে সব কিছু ঠিকঠাক করলেও শেষটা ভাল করতে পারিনি বলেই হেরে গেলাম।’ রাসেলের ইনিংস সম্পর্কে রশিদের বক্তব্য হল, ‘এরকমই ব্যাট করে রাসেল। সেটাই আবার করে দেখাল।’‌

Bootstrap Image Preview