Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাফিজ বেসরকারিভাবে জয়ী

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১২:২১ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী হাফিজুর রহমান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীকে ৩২ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন।

রবিবার (২৪ মার্চ) রাতে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স হলরুমে সহকারী রির্টানিং অফিসার ইউএনও সিরাজুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

হাফিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা মোটরসাইকেল প্রতীকে ১৮ হাজার ২৬ ভোট পেয়েছেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা তালা প্রতীকে ৩০ হাজার ৭২১ ভোট পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভানেত্রী আয়েশা সুলতানা লাকি কলস প্রতীকে ৩৭ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জীবননগর উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকালে নিজ নিজ কেন্দ্র ভোট গণনা শুরু করেন দায়িত্বশীল কর্মকর্তারা।

Bootstrap Image Preview