Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান হলেন ইবির সাবেক ছাত্রলীগ নেতা

আহসান নাঈম, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১১:৩৯ AM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১১:৩৯ AM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসাইন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। 

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ওই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মশিউর জোয়ার্দ্দারকে ৮ হাজার ১৬৮ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জানা যায়, ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১ লক্ষ ৪৯ হাজার। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসাইন মটরসাইকেল মার্কায় ৪৯ হাজার ৭ শত ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওমী লীগের প্রার্থী মশিউর জোয়ার্দ্দার নৌকা প্রতীক নিয়ে ৪১ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন।

নব নির্বাচিত জাহাঙ্গীর হোসাইন বলেন, ভোট সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ হওয়ায় আমার জয় সম্ভব হয়েছে। এজন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আর আমার এ জয় উপজেলাবাসীকে উৎসর্গ করলাম। তাদের কল্যানে কাজ করে যাব সব সময়।

উল্লেখ্য, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের মধ্যে প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক।

Bootstrap Image Preview