Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন শেষ, ফেঞ্চুগঞ্জে এখনো ঝুলছে ব্যানার-পোস্টার

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১০:৫২ AM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা নির্বাচন শেষ হয়েছে গত ১৮ মার্চ। কিন্তু এখনো ফেঞ্চুগঞ্জের রাস্তাঘাট, অলিগলি, দোকানপাট, স্কুল ও কলেজের সামনে ঝুলছে নির্বাচনী ব্যানার-পোস্টার।

রবিবার (২৪ মার্চ) ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে দেখা যায় এখনো ঝুলছে উপজেলা নির্বাচনের পোস্টার। বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ব্যানার-পোস্টারে ছেয়ে আছে পুরো এলাকা। এরমধ্যে ফেঞ্চুগঞ্জ বাজার, মাইজগাঁও, বিয়ালীবাজার, বিআইডিসি,পালবাড়ী এলাকায় ব্যানার-পোস্টার সবচেয়ে বেশি।

জানা গেছে, নির্বাচনের প্রচারসামগ্রী অপসারণের জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিতা কর্মকার বলেন, যারা নির্বাচনের প্রার্থী ছিলেন তাদের নিজ উদ্যোগে পোস্টার সরানোর কথা। আমি আশাকরি তারা স্ব উদ্যোগে অপসারণ করবেন। আর যদি না করেন তাহলে প্রশাসনের উদ্যোগে অপসারণ কারানো হবে।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেন, একজন নাগরিক হিসাবে প্রত্যেকের দায়িত্ব নিজ এলাকার আর্বজনা নিজ উদ্যোগে সরিয়ে ফেলা।

Bootstrap Image Preview