Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেকুয়া উপ নির্বাচন: চেয়ারম্যান জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আজিজুল ও মিনু

রিদুয়ান হাফিজ, চকরিয়া-পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১০:০৬ AM

bdmorning Image Preview


তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন  স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। 

রবিবার (২৪ মার্চ) রাতে সংশ্লিষ্ট উপজেলার রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলার ৪০ টি কেন্দ্রে প্রাপ্ত তথ্য মতে, দোয়াত কলম মার্কার প্রার্থী পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৭ হাজার ২ শত ২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম পেয়েছেন ১৫ হাজার ২ শত ৬৯ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী এস.এম. গিয়াস উদ্দিন পেয়েছেন ৮ হাজার ৩ শত ৪৩ ভোট। 

অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হক। তিনি চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন-১৬৭০৬ ভোট। তার নিকটতম প্রার্থীগণ পেয়েছেন মেহেদী হাসান ফরাজী (বই)  ৮৫৫২ ভোট, মেহের আলী (তালা) ৫৩১৪ ভোট, নাছির উদ্দিন বাদশা (মাইক)- ৩৭৬১ ভোট, কায়সার উদ্দিন(উড়োজাহাজ)- ২১০৬ ভোট, সাজ্জাদুল ইসলাম (টিউবওয়েল)-১৯২৯ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উম্মে কুলছুম মিনু। তিনি ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন-১৮৮২৬ ভোট।তার নিকটতম প্রার্থীগণ পেয়েছেন হাছিনা বেগম (প্রজাপতি)-৯৪৪২ ভোট, নাজনীন ফারজানা লাভলী (হাঁস)-৯৪২৭ ভোট।

উল্লেখ্য, গতকাল রবিবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কক্সবাজার জেলায় ৬ উপজেলার নির্বাচন সম্পন্ন হয়। জেলার অন্য ২ উপজেলার মধ্যে ৪র্থ ধাপে সদর উপজেলা নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। আর কুতুবদিয়া উপজেলা নির্বাচন উচ্চ আদালত স্থগিত করেছে।

Bootstrap Image Preview