Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৯:৪২ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৯:৪২ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

রবিবার (২৪ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোছা. শিলা খাতুন (১৪) এর বিয়ে বন্ধ করেন তারা। শিলা উপজেলার খোর্দ্দনন্দ কাছুটিয়া গ্রামের আবু সাইদের মেয়ে ও জোয়াড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

ইউএনও আনোয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোর্দ্দনন্দ কাছুটিয়া গ্রামের আবু সাইদের বাড়িতে গিয়ে দেখা যায় ওই বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছে। তিনি তাৎক্ষণিকভাবে বাল্য বিয়ে বন্ধ করার নির্দেশ দেন।

এ সময় নির্ধারিত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়ার চেষ্টা করা হবে না মর্মে মেয়ের মা শরিফা খাতুন ও মেয়ের চাচা ছাইমদ্দিন সেখের মুচলেকা নিয়ে শিলাকে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের জিম্মায় রাখা হয়।

Bootstrap Image Preview