Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মিলাদ-কিয়াম বন্ধের বিষয়ে মুখ খুললেন ধর্মপ্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৯:৩৩ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৯:৩৩ PM

bdmorning Image Preview


জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মিলাদ-কিয়াম বন্ধ করা হয়েছে বলে যে প্রচারণা চলছে তা গুজব ও অপপ্রচার বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ শেখ আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমাকে হেয় করতেই কেউ কেউ মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। যারা এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি এর নিন্দা জানাচ্ছি। আমি নিজ উদ্যোগেই মিলাদের আয়োজন করব। ’

রবিবার সচিবালয়ে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ শেখ আবদুল্লাহর সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির প্রতিনিধিদের বিশেষ বৈঠকে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ধর্মপ্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

গত ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকিতে ধর্মপ্রতিমন্ত্রী নিজেই মিলাদের আয়োজন করেছিলেন বলেও জানান ধর্মপ্রতিমন্ত্রী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, মাননীয় প্রতিমন্ত্রীর নামে একটা প্রচারণা চালানো হচ্ছে, তিনি নাকি মিলাদ-কিয়ামকে বিদয়াত আখ্যায়িত করে বাইতুল মোকাররমে তা বন্ধ করেছেন। এটি মিথ্যাচার। মন্ত্রী মহোদয় এমন কথা কোথাও বলেননি। যারা বিষয়টির প্রচারণা চালাচ্ছেন,তারাও কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি।

এ ব্যাপারে ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ বলেন, মিলাদ কিয়াম বিদয়াত বলা তো দূরের কথা, এ বিষয়ে কোনো নেগেটিভ বা নেতিবাচক মন্তব্য আমি করিনি। একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে।’

প্রসঙ্গত, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মিলাদ-কিয়াম বন্ধ করা হয়েছে বলে গত কয়েকদিন যাবত অনলাইনে প্রচারণা চালাচ্ছে কিছু অনলাইন অ্যক্টিভিস্ট। এ জন্য ধর্মপ্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন তারা। কিন্তু ধর্মপ্রতিমন্ত্রী কোথায় এ কথা বলেছেন, তা কেউ উল্লেখ করেনি। এ বিষয়ে মিলাদ-কিয়াম অনুসারীদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারাও না জেনে বিষয়টির প্রতিবাদ জানান। ছারছীনা,জৈনপুরীসহ সুন্নি দরবারগুলো মিলাদের পক্ষে অবস্থান নেন।

Bootstrap Image Preview