Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীর ৪ উপজেলায় ভোট শেষে চলছে গণনা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview


নরসিংদীতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আজ রবিবার ৪ উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে ভোট দিয়েছেন ভোটাররা।

উপজেলা নির্বাচনের ফলাফল কেমন হবে, তা নিয়ে কেন্দ্রের বাইরে সতন্ত্র প্রার্থী ও দলীয় প্রার্থীরা অপেক্ষা করছেন।

বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার কারণে ফলাফলটি জনসাধারণের মধ্যে তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না।

তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা একই দলের সতন্ত্র ও দলীয় প্রতীকে নির্বাচন করায় কিছুটা প্রশ্ন দেখা দিচ্ছে। কিন্তু এটাকে পরিহার করে মরজাল ইউনিয়নের বশির মোঃ উচ্চ বিদ্যালয়ের মাঠে সতন্ত্র প্রার্থী আনারস ও দলীয় নৌকা প্রতীকের সমর্থনকারীরা বিভিন্ন আলোচনার মাধ্যমে কে পাশ হবে না হবে এ নিয়ে সময় পার করছে।

এদিকে বিভিন্ন কেন্দ্রগুলোতে এরই মধ্যে ৪ টা বাজার পর থেকেই ভোট না নিতে নির্দেশ প্রদান করেন প্রিজাইডিং অফিসাররা।

নির্দেশ পাওয়ার পরই পলিং এজেন্ট, সহকারী প্রিজাইডিং অফিসারসহ আনসাররা ব্যালট বাক্সগুলো প্রিজাইডিং অফিসার কার্যালয়ে নিয়ে জড়ো করতে থাকে।

তারা একটু সামান্য পরিমান সময় ব্যয় করে ভোট গণনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রগুলোতে। আইন শৃক্সখলা রক্ষাবাহিনীর সদস্যরা ভোটার কেন্দ্রের চারদিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘীরে রেখেছে।

Bootstrap Image Preview