Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে আদিযুগের ভয়াবহ টেটাযুদ্ধ, নিয়ন্ত্রণে আনল পুলিশ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের টেটাযুদ্ধে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ রবিবার দুপুরে মাধবদীর দড়িপাড়া চরাঞ্চলীয় বালুরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিনের বিরোধের অংশ হিসেবে আজকের সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে আহত হয় কফিল উদ্দিন, শাহিন শিয়া, বাচ্চু মিয়া, জয়নাল আবেদীনসহ প্রায় ১৫ জন। ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য গ্রাম পর্যায়ে রাখা হয়েছে। বাকী ৩ জনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা আরও জানান, বিগত কিছুদিন পূর্বেও সংঘর্ষ হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এটি সমঝোতায় আসে। কিন্তু আজকে হঠাৎই দুপুর বেলায় কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষ তৈরী হয়।

উভয়পক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে এলাকাবাসী ।

মাধবদী থানা পুলিশ গিয়ে এ টেটাযুদ্ধ নিয়ন্ত্রণে আনে। এ সময় থানা পুলিশ উভয় পক্ষের প্রকৃত দোষী ব্যক্তিকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview