Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিএম কাদেরকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview


জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা পদ থেকে লালমনিরহাট ৩ আসনের সংসদ জিএম কাদেরকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাতে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির নেতা কর্মীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে জিএম কাদেরকে স্ব-পদে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। 

লালমানরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিটি বের হয়ে সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে সমাপনী সমাবেশে মিলিত হয়। এ সময় পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ও জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হওয়ার যোগ্য একমাত্র জিএম কাদেরের। দলের একটি মহল তাকে তাকে পছন্দ না করায় দলের চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। জাতীয় পার্টিতে জিএম কাদেরের বিকল্প নেই। অবিলম্বে তাকে স্ব-পদে ফিরিয়ে দেয়া হোক।

Bootstrap Image Preview