Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আফ্রিকায় ৩ দেশে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


আফ্রিকার তিন দেশ মোজাম্বিক,জিম্বাবুয়ে ও মালাবিতে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা ৭৩২ ছাড়িয়েছে। এরমধ্যে শুধু মোজাম্বিকেই মৃতের সংখ্যা ৪১৭ জন। অন্যদিকে জিম্বাবুয়ের ২৫৯ জন এবং মালাবিতে ৫৬ জন। মালাতে তুলনামূলক কম প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, গত ১৪ মার্চ ১৭০ কিলোমিটার বেগে মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাই আঘাত হানে। এরপর জিম্বাবুয়ে ও মালাবিতে আঘাত করে ঝড়টি। মোজাম্বিকের বেইরা শহরের ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়।

বেইরা শহরের এক বাসিন্দা মিমি ম্যানুয়েল বলেন, আমাদের সব খাবার নষ্ট হয়ে গেছে, আমাদের এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমরা সন্তানদের নিয়ে এখন কোথায় যাব জানি না।

বেইরার আরেক বাসিন্দা ডিনা ফিগাডো বলেন, যখন ঘূর্ণিঝড় আঘাত হানে তখন সবাই চিৎকার শুরু করি। বাঁচার জন্য কেউ ঘর থেকে পালিয়েছে আবার কেউ ঘরের মধ্যেই ছিল।

মোজাম্বিকের এক মন্ত্রী বলেন, শিগগিরই ১৫০০ লোককে উদ্ধার করা জরুরি হয়ে দাঁড়িয়েছে, যারা ছাদে ও গাছে আশ্রয় নিয়েছে।

Bootstrap Image Preview