Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১২:৩৯ PM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় ভোটগ্রহণ চলছে।

রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। 

উপজেলাগুলোর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকে লাইনে দাড়িয়ে নিজ নিজ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় মোট প্রার্থী রয়েছেন ৬৩ জন। চেয়ারম্যান পদে ১৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাঁচটি উপজেলার মধ্যে সবগুলো পদে ভোট হচ্ছে চারটি উপজেলায়। শুধু রামগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় মোট ভোটার রয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৬৯৬ জন। মোট ভোট কেন্দ্র ৪৫৮টি। এর মধ্যে ৩৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যেন শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে। কঠোর নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন বলেন, লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য পুলিশ বাহিনী কাজ করছে। ইতিমধ্যে জেলায় ১১প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ভোটারদের নিরাপত্তায় কাজ করছে। জেলার ৪৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৫৮টি কেন্দ্রেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর ২০ জন সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া ২৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা।

Bootstrap Image Preview