Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিকৃবিতে আজ সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১১:০৫ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আফনান হত্যার প্রতিবাদে রবিবারের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছে ওয়াসিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবে না। 

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় নিহত হন সিকৃবি'র বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ছাত্র ওয়াসিম।

উল্লেখ্য, শনিবার সিলেট-ময়মনসিংহ সড়কে চলাচল করা উদার পরিবহন নামে একটি বাসের চালক ও হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা একপর্যায়ে ওয়াসিমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ওয়াসিম বাস থেকে রাস্তায় পড়ে যান এবং চালক বাস না থামিয়েই তার ওপর দিয়ে চালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।

এই অভিযোগে শনিবার রাতে ওসমানী মেডিকেল, কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় বিক্ষোভ করে সিকৃবির শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রবিবার (২৪ মার্চ) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে ওয়াসিমের গ্রামের বাড়িতে তাঁর সামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযার পর আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Bootstrap Image Preview