Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের দেয়া সীমান্তে কাঁটাতার চুরি করে বিক্রি করছে মেক্সিকানরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:৪৬ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিনের চেষ্টার পর মেক্সিকো সীমান্তে দেয়াল তুলেছেন। কাঁটাতারের সেসব দেয়াল দিয়ে তিনি মূলত মেক্সিকো থেকে আসা অভিবাসীদের রুখতে চান। ইতোমধ্যে সীমান্ত-দেয়াল নির্মিত হয়েছে।

তবে মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে, ট্রাম্পের সাথে মশকরায় মেতে ওঠেছেন মেক্সিকান সীমান্তবর্তী শহর তিজুয়ানার চোরেরা! তারা রাতের আঁধারে কাঁটাতার কেটে নিয়ে ধুমছে বিক্রি করতে শুরু করেছেন!

আর সাধারণ বাজারের চেয়ে কম দামে পাওয়ায় চুরি করা এসব কাঁটাতার কিনতে আগ্রহী মানুষের অভাব নেই। নিজেদের বাড়ির চারপাশে নিরাপত্তা দেয়াল দিতে অনেকে সেগুলো কিনছেন।

মাত্র ২ ডলার (দেড়শো টাকার কিছু বেশি) দিয়েই একজন বাসিন্দা বেশ ভালো পরিমাণ কাঁটাতার কিনেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে, চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview