Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, জুন ২০১৯ | ১১ আষাঢ় ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর রামপুরায় ৪ তলা ভবনে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


রাজধানীর রামপুরার মক্কী মসজিদ গলিতে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে ভবনের ভেতর থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভবনের ভেতরে অনেক মোটরসাইকেল ছিল। তিনটি বাদে বাকিগুলো নিরাপদে বের করে নিয়েছিলেন স্থানীয়রা।

এছাড়া কম্পিউটার, প্রিন্টার ও মোবাইলসামগ্রীও ভস্মীভূত হয়েছে বলে জানান খিলগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক আবুদল আলিম শিকদার।

তিনি বলেন, কোনো লোকজন হতাহত হয়নি। তবে বসবাসের জন্য ভবনটি অনিরাপদ। ভবনটি অনেক পুরনো। দেয়ালের পলেস্তরা খসে পড়েছে। এটা মানুষ বসবাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

অগ্নিনির্বাপণ কর্মীরা ১০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম বলেন, শনিবার বিকাল ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, চারতলা ভবনটির তিনতলায় লোকজন বাস করেন। তবে নিচতলায় একটি কম্পিউটার দোকান আছে। সেখানে শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

Bootstrap Image Preview