Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটা সরকারি পাইলট স্কুলের নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

মীর খায়রুল আলম
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:১০ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview


দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলে ৯ম শ্রেণির নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করে শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগে শিক্ষার্থীরা জানায়, সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন ফি ১৮০ টাকা নিধারণ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ ৩২০ টাকা আদায় করছে। একই সাথে ছবি তোলার জন্য আরো ৩০ টাকা প্রদান করতে হচ্ছে। যা অনেক শিক্ষার্থীর পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ায় প্রশাসনের হস্তক্ষেপ কমানা করেছেন।

নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীরা জানান, আমাদের নিবন্ধনের জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। যা আমাদের পরিবারের জন্য খুবই কষ্টদায়ক। তাই আমরা বিষয়টির সমাধানের জন্য নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল জানান, বোর্ড ফি ১৮০ টাকা কিন্তু বিভিন্ন স্কুল নিচ্ছে ২০০ টাকা। আমরা অত্যবার্ষিকীয় ফি হিসাবে ১০০ টাকা, বোর্ড ফি, ইন্টারনেট খরচসহ মোট ৩০০ টাকা নিচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমার কাছে অভিযোগ এসেছে। আমি একজন অফিসারকে তদন্তভার দিয়েছি। বিষয়টি তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview