Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মনজুর হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফটিকছড়িতে লিজা আকতার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকাল ৪টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রাম থেকে ফটিকছড়ি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত লিজা ওই এলাকার ওমান প্রবাসী মো. ইব্রাহীম (৫০) এর স্ত্রী। তার ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার বাবার বাড়ি নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামে।

নিহতের ভাই ইমন অভিযোগ করে বলেন, দুপুর ১২টার দিকে লিজার শ্বশুড় বাড়ির লোকজন সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে আমাদেরকে খবর দেয়। আমরা গিয়ে দেখি তার লাশ পড়ে আছে বিছানায়। তাকে দীর্ঘদিন ধরেই তার শ্বশুড় বাড়ির লোকজন শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ফটিকছড়ি থানার পুলিশ জানায়, খবর পেয়ে নিহতের শ্বশুড় বাড়ির শোবার ঘরের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করি। লাশ ঝুলন্ত অবস্থায় ছিলো না। তবে তার গলায় আঘাতের চিহ্ন আছে। হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview