Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিকেএসপির নাটকীয় জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview


তিন ওভারে ১৬ রান ব্রাদার্স ইউনিয়নের হাতে পাঁচ উইকেট। কিন্তু বিকেএসপির বোলারদের সামন সেই রান নিতে ব্যর্থ হলো জুনায়েদ সিদ্দিকরা। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলতি ডিপিএলে বিকেএস্পির কাছে ২ রানের  লজ্জার হার হারলো ব্রাদার্স ইউনিয়ন। 

প্রথমে টসে জিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান করে বিকেএসপি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শামীম হোসাইন। ৯৬ বল খেলে তিনি করেন ৭১ রান। এছাড়াও আকবার আলী ৫৬ ও পারভেজ হোসেন ইমন ৬৯ রান করেন। 

২৬৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে জুনায়েদ সিদ্দিকির ৫২ ও ভারতীয় ব্যাটসম্যান জানির ৯৬ রানে ভর করে জয়ের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যায় ব্রাদার্স। কিন্তু খেলার শেষ তিন ওভারের মাথায় ম্যাচের মোড় ঘুরে যায়। তিন ওভারে ১৬ রান দরকার ছিলো ব্রাদার্স ইউনিয়নের হাতে ছিলো পাঁচ উইকেট। কিন্তু সেই রান নিতে ব্যর্থ হন চার ব্যাটসম্যান।

 এরপর শেষ উইকেটে ইনিংসের শেষ বলে তিন রানের প্রয়োজন হয় ব্রাদার্সের কিন্তু সেই রান নিতে ব্যর্থ হয় তাঁরা।অবশেষে  দুই রানের  জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।ম্যাচ সেরা জন শামীম হোসাইন।

Bootstrap Image Preview