Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০৩০ সালের আগেই শিক্ষার হার শতভাগে উন্নিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রাথমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে মতবিনিময়কালে শিক্ষক নেতৃবৃন্দকে বলেন, ‘প্রাথমিক শিক্ষাই হচ্ছে জীবন গড়ার মূল ভিত্তি; তাই প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে।’

আজ শনিবার রাজধানীর মনিপুরী পাড়ায় নিজ বাসভবনে প্রাথমিক শিক্ষা পরিবার, তেজগাঁও এর আয়োজনে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও এর গুণগত মান উন্নয়নের ব্যপারে সচেষ্ট রয়েছেন বলেই দেশের মানুষের শিক্ষার হার বাড়ছে উল্লেখ করে আগামি ২০৩০ সালের আগেই শিক্ষার হার শতভাগে উন্নিত হবে বলে মাননীয় মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৩৭ হাজার ১৭৩ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। আর তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৩৫ টি রেজিস্টার্ড, নন-রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। আর কোন সরকার এগুলি করেনি।'

মন্ত্রী তাঁর বক্তব্যে নারী শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য ভূমিকার কথা উল্লেখ করেন।

পরিশেষে মাননীয় মন্ত্রী প্রাথমিক শিক্ষার সবিশেষ গুরুত্ব উল্লেখ করে শিক্ষার্থীদের আরও আন্তরিকতার সঙ্গে পাঠদানের জন্য শিক্ষক নেতৃবৃন্দকে আহ্বান জানান।

তেজগাঁও প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মঈনুল হোসেন, থানা শিক্ষা অফিসার, তেজগাঁও, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview