Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৩:৩৮ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


'বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি' এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে দুই দিনব্যাপী ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। 

এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, ফুলকুঁড়ি বিদ্যা নিকেতনের অধ্যক্ষ মজিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সিনিয়ার সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী প্রমূখ।

দুইদিন ব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায়, ফুলবাড়ী জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়, সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ১২টি স্টলে প্রত্যেকে নিজ নিজ তৈরী উদ্ভাবন প্রদর্শন করবেন।  

Bootstrap Image Preview