Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিঞ্চ-মার্শ জুটিতে জয় বঞ্চিত মালিকের পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


সোহেলের অভিষেক সেঞ্চুরি ম্লান করে অস্ট্রেলিয়াকে জেতালেন ফিঞ্চ। শুক্রবার রাত অধিনায়ক ফিঞ্চের ক্যারিয়ারের ১২তম ওভারডে সেঞ্চুরিতে পাকিস্তানকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারালো তার। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

শুক্রবার রাতে শাহজাতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শোয়েব মালিকের দল। শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের নবম ওভারে ব্যক্তিগত ১৭ রানে আউট হয়ে বিদায় নেন ইমাম উল হক। এ সময় তাদের রানের গতি ছিল ধীর।

তবে দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা হারিস সোহেলের ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে তোলে ২৮০ রান তোলে তারা। হারিস সোহেলের ১১৫ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ১০১ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।

এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন উমর আকমল। এছাড়া শান মাসুদ ৬২ বলে ৪০ রান করেন। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা শোয়েব মালিক আটকে যান ১১ রানে।  ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে ২৮ রান।শেষদিকে ইমাদ ওয়াসিম মাত্র ১৩ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন অপরাজিত ২৮ রান। যা পাকিস্তানের স্কোর বোর্ডকে সমৃদ্ধ করে। 

অস্ট্রেলিয়ার নাথান কল্টার নাইল ২ উইকেট পেলেও ১০ ওভারে খরচ করেছেন ৬১ রান। একটি করে উইকেট নিয়েছেন ঝাই রিচার্ডসন, নাথান লিয়ন আর গ্লেন ম্যাক্সওয়েল।

জবাব দিতে নেমে মাত্র ৮ উইকেট ও ১ ওভার হাতে থেকে অস্ট্রেলিয়া দলের জয় নিশ্চিত করেন অ্যারেন ফিঞ্চ। উদ্ধোধনী জুটিতে খেয়াকে নিয়ে ৬৩ রান তোলেন তিনি। ভারতের বিপক্ষে দুটি সেঞ্চুরি করা উসমান খোয়াজা এদিন ২৪ রানে ফাইম আশরাফের শিকারে পরিণত হন। 

তবে অধিনায়ক ফিঞ্চ ক্যারিয়ারের ১২তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে ১১৬ রানে থামেন। ম্যাচসেরা নির্বাচিত হওয়া এ ক্রিকেটার ১৩৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজান।

পাকিস্তানের হয়ে ফাইম আশরাফ ও মোহাম্মদ আব্বাস ১টি করে উইকেট ভাগাভাগি করে নেন। 

ফিঞ্চকে সঙ্গ দেন শন মার্শের ব্যাট থেকে আসে ৯১ রান। এছাড়া হ্যান্ডসকম্ব করেন ৩০ রান। দুজনেই এদিন অপরাজিত থেকে মাঠ ত্যাগ করেন। 

Bootstrap Image Preview