Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইসির নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরায় চলছে মোটরসাইকেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


সাতক্ষীরায় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা নির্বাচনের আগের দিনও অবাধে চলাচল করছে মোটরসাইকেল। কিন্তু নির্বাচনের দুই দিন আগে থেকেই অনুমতিবিহীন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিতব্য পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন (৩য় পর্যায়) উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় গত ১৪ মার্চ ‘১৭.০০.০০০০.০৭৯.৪১.০১৭.১৯-১৫৯’ নম্বর স্মারকে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। উক্ত স্মারকে ভোট গ্রহণের দুই দিন আগে অর্থাৎ ২২ মার্চ থেকে ভোট গ্রহণের দিন ২৪ মার্চ মধ্য রাত পর্যন্ত সকল ধরনের মোটরসাইকেল এবং ২৩ মার্চ মধ্য রাত হতে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২৪ মার্চ পর্যন্ত রিটার্নিং অফিসারের অনুমতি ব্যতীত সকল যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

কিন্তু শনিবার (২৩ মার্চ) সকাল থেকেই সাতক্ষীরা শহরের প্রায় সবকটি রাস্তায় অবাধে মোটরসাইকেল চলছে। যার বেশির ভাগ চালকেরই মোটরসাইকেল চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতি নেই।

শনিবার সকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা সাইফুল আলমের কাছে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আজ যে মোটরসাইকেল চালানো নিষেধ তা আমার জানা ছিল না। জানলে গাড়ি বের করতাম না।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন মোটরসাইকেল চালক বলেন, আমরা জানতাম না মোটর সাইকেল চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সবাই চালাচ্ছে দেখে আমরাও চালাচ্ছি।

এ ব্যাপারে সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট (সার্বিক) বদিউজ্জামান বলেন, অবৈধভাবে চলাচলকৃত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালতের তিনটি টিম অভিযানে নেমেছে। যারাই অনুমতি ব্যতিত মোটরসাইকেল চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview