Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'২০ দিন' ভাত খান না তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০১:৫১ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে  বাঁ- পায়ে মচকা পান পেসার তাসকিন আহমেদ। যার জন্য নিউজিল্যান্ড সিরিজে দলে থেকেও বিমানে উঠতে পারেননি তিনি। 

এরপর প্রায় দেড় মাস মাঠের বাহিরে রয়েছেন। ইনজুরি কাটিয়ে আবারো অনুশীলন শুরু করেছেন।আজ ছিলো তাঁর অনুশীলনের প্রথম দৌড়। তাই ছেলেকে মানসিক ভাবে শক্তি যোগাতে মাঠে এসেছিলেন তাসকিনের বাবা।

মাঠে বসে ছেলের অনুশীলন স্বচক্ষে  পর্যবেক্ষণ করলেন আবেগী কণ্ঠে  জানালেন, তাসকিন নিজেকে ফিট রাখার জন্য প্রায় ২০ দিনের  মত ভাত খায়  না।ফিজিও বলেছেন নিয়মিত অনুশীলনের মধ্যে নেই তাই শরীরের গঠন ঠিক রাখতে ভারী খাবার একটু কম খেতে।'

তবে ছেলেকে দৌড়াতে দেখে অনেক খুশী বাবা এম এ রশিদ মনু, আমার মাঠে আসার উদ্দেশ্য হলো বিপিএলে  যখন ইনজুরিতে পড়ে তখন খুব খারাপ লেগেছিলো। তো গতকাল ও(তাসিকন) আমাকে বলছে বাবা কাল থেকে আমার রানিং তো তখন আমি বললাম আমি যাবো। আজ যেহেতু ওর রানিং একটা বড় ব্যাপার তাই মেন্টালি সাপোর্ট দিতেই এসেছি।'

নিজের অনুশীলন প্রসঙ্গে তাসকিন বলেন, মাশাল্লাহ আল্লাহর রহমতে অনুশীলন করতে কোন সমস্যা হয়নি।রানিং করার পর দুই এক দিনের মধ্যে বোলিং অনুশীলন শুরু করবো।'

চলতি ডিপিএলের সুপার লিগে মাঠে নামবেন তাসকিন। যার প্রস্তুতি হিসাবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড বিশ্বকাপের কথা ভাবছেন। তবে নিজের স্বপ্ন ইংল্যান্ড বিশ্বকাপে টাইগার দলের জার্সি জড়ানো। 

Bootstrap Image Preview