Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যয় সংক্রান্ত নীতিমালা প্রণয়ন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০১:১১ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০১:১১ PM

bdmorning Image Preview


সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে আদায়কৃত অর্থের আয়-ব্যয় সংক্রান্ত নীতিমালা-২০১৪'র অধিকতর সংশোধন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিকট থেকে আদায়কৃত অর্থ আয়-ব্যয় সংক্রান্ত নীতিমালা-২০১৮ প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকাল ১০টায় পটুয়াখালীর কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা বিভাগ।

কর্মশালায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) মাহবুব-উল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরীক্ষা বিভাগের যুগ্ম সচিব আহমদ শামীম আল রাজী, নিরীক্ষা উপসচিব রাহেদ হোসেন, নিরীক্ষা অধিদফতরের যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার। 
 

Bootstrap Image Preview