Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে কেন্দ্রেগুলোতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০১:০৯ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০১:০৯ PM

bdmorning Image Preview


আগামীকাল রবিবার (২৪ মার্চ) তৃতীয় ধাপে ঝিনাইদহের ৪ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২৩টি, এর মধ্যে ২৫৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয়েছে।

এর মধ্যে শনিবার সকাল থেকে উপজেলার ভোট কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয় নির্বাচনী সরঞ্জাম। এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণের সামগ্রী বুঝে নেন।  

এদিকে শৈলকুপা উপজেলায় ১২০টি কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রকে বেশী ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ২১৯ জন পুলিশ সদস্য, এপিবিএন (পুলিশ) ৮০ জন, র‌্যাব ৬৫ জন এবং ৯ প্লাটুন বিজিবি এবং ৫ হাজার ৭৬ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়াও থাকবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত টিম।

Bootstrap Image Preview