Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিলেন মুলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


২০১৬ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজশ নিয়ে চলা দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এ ঘটনা তদন্তে নিযুক্ত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার।

শনিবার (২৩ মার্চ) এ প্রতিবেদন জমা দেন তিনি। এখন ওই প্রতিবেদনের সারসংক্ষেপ তৈরি করবেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। প্রতিবেদনের ঠিক কতটা অংশ কংগ্রেসকে জানানো হবে, সে ব্যাপারেও সিদ্ধান্ত নেবেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

জানা যায়, মার্কিন নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি অনেকদিন ধরেই  রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচনকে প্রভাবিত করে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে মস্কো প্রপাগান্ডা ছড়িয়েছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর এই তদন্ত মার্কিন প্রেসিডেন্টের দিকে মোড় নেয়। তবে ট্রাম্পের পাশাপাশি রাশিয়াও বরাবরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে, এ মাসেই যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তদন্তকারী রবার্ট মুলারের প্রতিবেদন নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এতে ৪২০ জন আইনপ্রণেতা কংগ্রেস ও জনগণের কাছে তদন্ত প্রতিবেদনটি উন্মুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছেন। ওই প্রস্তাবের বিপক্ষে কোনও ভোট পড়েনি।

এই বিষয়ে ট্রাম্পে বলছেন, আমাদের দেশের ইতিহাসে আমার জয় ছিল সবচেয়ে বড় নির্বাচনি সাফল্যগুলোর একটি। কোটি কোটি ভোটার আমাকে  সমর্থন দিয়েছেন। কিন্তু এখন এমন একজন ব্যক্তি একটি প্রতিবেদন লিখে দিতে যাচ্ছেন যিনি কোন দিন একটি ভোটও পাননি।

Bootstrap Image Preview