Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্লোন দিয়ে দ্বিতীয় মেসি তৈরি সম্ভব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১২:৪১ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview


মেসি অদ্বিতীয়। তাঁর তুলনা হয় না। দ্বিতীয় মেসি আর পাওয়া সম্ভব নয়। এই কথাগুলো হামেশাই শুনতে পাওয়া যায়। কিন্তু বিজ্ঞানীরা এ কথা মানছেন না। তাঁদের দাবি, দ্বিতীয় মেসি পাওয়া সম্ভব। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে মেসির ক্লোন তৈরি সম্ভব বলে মনে করছেন তাঁরা।

ইউরোপিয়ান জিনোমিফেনম আর্কাইভের প্রধান ও জিন বিশেষজ্ঞ আর্কাডি নাভারো বলেন, '‌এখনকার প্রযুক্তি ব্যবহার করে মেসির ক্লোন তৈরি অবশ্যই সম্ভব। দেখে মনে হবে মেসির যমজ ভাই। মেসির মতোই ক্ষমতা থাকবে এই দ্বিতীয় মেসির। কারণ, জিনগত ভাবে দুজনেই এক থাকবে।'‌

তবে পাশাপাশি তিনি এটাও বলেন যে, জিন ছাড়াও আরও অনেক বিষয় আছে। নাভারোর বক্তব্য, '‌শুধু জিনগত কারণেই মেসি আজ মেসি হয়নি। আরও অনেক কিছু আছে। ওর শিক্ষা, লা মাসিয়ায় (‌বার্সিলোনার অ্যাকাডেমি)‌ ওর ট্রেনিং, ওর চিকিত্‍সা এগুলোও ধরতে হবে। জিন আমাদের শুধু ক্ষমতা দেয়। সেই ক্ষমতার বিকাশটা নিজেকেই করতে হয়।'‌

Bootstrap Image Preview