Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ধুনটে কয়েল থেকে অগ্নিকাণ্ড, ৮টি গরু ও ভেড়ার মৃত্যু

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুনে পুড়ে ২টি গরু ও ৬টি ভেড়ার মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অলোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম একজন প্রান্তিক কৃষক। সে জমি চাষাবাদের পাশাপাশি গবাদিপশু পালন করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে। অন্যান্য দিনের ন্যায় শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে রাখে।  

এ অবস্থায় ভোর বেলায় কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডে গোয়াল ঘর ভষ্মিভূত হয়। এতে ২টি গরু ও ৬টি ভেড়ার মৃত্যু হয়েছে। এতে ওই কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে অগ্নিকাণ্ডে ২টি গরু ও ৬টি ভেড়ার মৃত্যু হয়েছে। 

Bootstrap Image Preview