Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিসিআইকে সুযোগ পেয়ে খোঁচা দিলেন স্মিথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১১:৫০ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১১:৫০ AM

bdmorning Image Preview


নির্বাসনের কারণে গত বছর আইপিএলে তাঁকে খেলার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও বিগ ব্যাশ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চুটিয়ে খেলেছেন। তবে সেই নিষেধাজ্ঞার মধ্যেই স্মিথ ও ওয়ার্নারনকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে। এজন্য বিসিবিআইকে একটু কটাক্ষ করলেনই স্মিথ। 

এক বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৯ মার্চ। এক বছর আগে বল টেম্পারিংয়ের দায়ে অস্ট্রেলিয়া বোর্ড তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করেছিল। সে সময় বিসিসিআই স্মিথ ও ওয়ার্নারকে আইপিএল খেলায় নিষেধাজ্ঞা আরোপ করে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল খেলায় নিষেধাজ্ঞা জারি করলেও  বিগ ব্যাশ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চুটিয়ে খেলেছেন। খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগও। এবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ পূরণ হওয়ার আগেই আবার স্মিথ ও ওয়ার্নারের উপর আইপিএল খেলার বিধি নিষেধ তুলে নিয়ে নিয়েছে বিসিসিআই। 

পুরোপুরি সুস্থ হলে রাজস্থান রয়্যালসের হয়ে স্মিথকে মাঠে ফিরতে দেখা যাবে ২৫ মার্চ। শুক্রবার রাজস্থান রয়্যালসের জার্সি উন্মোচনে ছিলেন স্মিথ। সে সময় প্রশ্ন ওঠে গত বছর আইপিএলে কেন খেলেননি, সে প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডকে খোঁচা দিয়ে স্টিভ স্মিথ বলেছেন, '‌এ উত্তর ভারতীয় ক্রিকেট বোর্ডই দিতে পারবে। আমাকে খেলতে দেওয়া হয়নি। তবে এই মৌসুমে ফিরতে পেরে আমি দারুণ উত্তেজিত। মাঠে নামার দিকে তাকিয়ে রয়েছি।'‌ ‌

Bootstrap Image Preview