Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে পৃথক ঘটনায় এক দিনেই নিহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১১:৩৬ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১১:৩৬ AM

bdmorning Image Preview


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা, বিষপান ও মারামারির ঘটনায় এক দিনে ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে চমেক হাসপাতালে তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, লোহাগাড়ার কলাউজান এলাকায় দাম্পত্য কলহের জেরে বিষপান করেন স্থানীয় ফরিদুল আলমের ছেলে মো. মোস্তাক (২২)। রাতে পরিবারের লোকজন মোস্তাককে চমেক হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারের পেকুয়ার টইটং এলাকায় স্ত্রীর সঙ্গে রাগ করে বিষপান করেন স্থানীয় নুর কাদেরের ছেলে আব্দুর রহিম (২২)। অচেতন অবস্থায় রাতে পরিবারের লোকজন রহিমকে চমেক হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে আনোয়ারার বরুমছড়া এলাকায় জায়গা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে মারধরের শিকার হন আব্দুল মোনাফ (৬০) নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় মোনাফকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও নগরের বন্দর থানার কাস্টম মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওসমান গণি (২৯) এবং সীতাকুণ্ড থানাধীন ফকিরহাট এলাকায় রাইডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মো. সোহেল (২৮) নিহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview