Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড় শাস্তির মুখে নেইমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নেইমারের বিরুদ্ধে রেফারিকে অপমান এবং শ্লীলতাহানীর অভিযোগ আনল উয়েফা। শাস্তি ঘোষণার দিনক্ষণ এখনো ঠিক না হলেও ধারণা করা হচ্ছে নির্বাষণ অথবা বড় অঙ্কের অর্থ জরিমানা করা হতে পারে নেইমারকে। 

গত ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের প্রি-‌কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচের শেষ সময় পেনাল্টি কিন থেকে ৩-১ গোলের জয় পেয়েছিল ম্যানইউ। ওই ম্যাচে চোটের জন্য নেইমার খেলেননি। কিন্তু ম্যাচের পর ভার নিয়ে সোশাল নেটওয়ার্কিং সাইটে পেনাল্টি কিক নিয়ে রেফারি ও লাইন্সম্যানদের নিয়ে ছাপার অযোগ্য মন্তব্য করেন নেইমার। তার পরিপ্রেক্ষিতেই তাঁকে অভিযুক্ত করল উয়েফা।

রেফারিকে তিরস্কার করে নেইমার লেখেন, ‘এটা অন্যায়। উয়েফা চারজন এমন অফিসিয়ালদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে, যাদের ফুটবল কিংবা ভিএআর সম্পর্কে ধারণা নেই। হাতের পিছনে বল এসে লাগলে কোন নিয়মে সেটা হ্যান্ডবল হয়?’ ইনস্টাগ্রামে প্রশ্ন তোলেন ব্রাজিলিয়ান।

৬ মার্চ ওই ঘটনার পর তদন্তে নামে উয়েফা। নেইমারের কৃতকর্মের কারণে নিয়োগ করা হয় একজন ইনভেস্টিগেট ইন্সপেক্টর। তাঁর তদন্তের ভিত্তিতেই শুক্রবার ব্রাজিলিয়ান তারকাকে অভিযুক্ত করল উয়েফা। শুনানির দিন এখনও জানানো হয়নি। মনে করা হচ্ছে নেইমারের কড়া শাস্তি হবে। মোটা টাকা জরিমানা এবং নির্বাসনের শাস্তি, দুটোই হবে বলে মনে করা হচ্ছে।

Bootstrap Image Preview