Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্রষ্টা হয়তো ইসরায়েলকে রক্ষায় ট্রাম্পকে প্রেরণ করেছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্রষ্টা সম্ভবত ইসরায়েলকে রক্ষায়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেরণ করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

শুক্রবার (২২ মার্চ) ইসরায়েলের ওপর ইরানের সন্দেহভাজন হুমকি নিয়ে একটি খ্রিস্টান টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর- এনডিটিভি, বিবিসি, সিএনএন।

পম্পেও তার সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গণতান্ত্রিক পরিবেশ তৈরিতেও যুক্তরাষ্ট্রের অনন্য ভূমিকার প্রশংসা করেন। ইরানের হুমকি থেকে ইসরায়েলকে বাঁচাতে ট্রাম্প এখনো ভূমিকা রাখছেন কিনা জানতে চাইলেই পম্পেও তাকে স্বর্গীয় ব্যক্তি হিসেবে তুলনা করেন।

ট্রাম্পকে স্বর্গীয় ব্যক্তিত্ব হিসেবে তুলনা এটিই প্রথম নয়। মার্কিন প্রেসিডেন্ট হতে ডোনাল্ড ট্রাম্পকে স্রষ্টা নিজেই মনোনিত করেছেন বলে গত জানুয়ারিতে এক ধর্মীয় টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, ট্রাম্প ২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে দফায় দফায় অবরোধ আরোপসহ কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছেন। গত শুক্রবারও ইরানের ১৪জন ব্যক্তি ও ১৭টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এই ব্যক্তি ও সংগঠনগুলো ইরানের পরমাণু গবেষণার সঙ্গে সম্পৃক্ত ও তেহরানের কাছে পরমাণু অস্ত্র তৈরি নিয়ে জানতে চাইলে কোনো জবাব না পাওয়ায় তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে।

Bootstrap Image Preview