Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রামগড়ে ছয় স্কুলছাত্রীসহ ৮ ভারতীয় আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:৩৮ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview


খাগড়াছড়ির রামগড়ে ছয় স্কুলছাত্রীসহ আট ভারতের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আটকরা জানায়, খাগড়াছড়ির গুইমারায় অনুষ্ঠিত মারমা উপজাতীয়দের একটি মেলায় অংশ নিতে তারা বাংলাদেশে এসেছিল।

শুক্রবার বিকেলে রামগড়ের লাচারীপাড়া সীমান্তে যাওয়ার পথে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জয়েন উদ্দিন।

আটকরা হলেন, সামাপ্রু মগ(১৫), পিতা মংলা মগ, পূর্ব চরকবাই, শান্তিবাজার, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। সে শান্তিবাজার বাইখরা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী, মনি মগ(১৪), পিতা সুধা অং মগ,কমগ পাড়া, শান্তিবাজার, বিলোনিয়া। সে নবম শ্রেণির ছাত্রী, কনিকা মগ(১৫), পিতা অংগচাপ্রু মগ, বৈষ্ণবপুর, সাব্রুম। সে বৈষ্ণবপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আইথুই অং মগ(১৫), পিতা উমা চাই মগ, আইখ্য মগ পাড়া, সাব্রুম। সে বৈষ্ণব পুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী, তার ছোট বোন উসা অং মগ(১৪)। সে বৈষ্ণবপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। চিংবাই মগ(১৩), পিতা লেদা মগ, বৈষ্ণব পুর, সাব্রুম। সে বৈষ্ণবপুর হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। রাহুল মগ(২০), পিতা ক্যখই মগ, উত্তর ইছাছড়া, শিলাছড়ি, অমরপুর মহকুমা ও আক্রই মগিনী(২০), পিতা নিচাপ্রু মগ, জল কোম্বা, বৈষ্ণবপুর, সাব্রুম।

বিজিবি জানায়, শুক্রবার বিকালে বিজিবির রামগড় বিওপর চেক পোস্টে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাসী করে এদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ১৯ মার্চ খাগড়াছড়ির গুইমারায় অনুষ্ঠিত চাইন্দামুনি মেলায় অংশ নিতে রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মেলা শেষে গুইমারায় তাদের এক আত্মীয়র বাড়িতে তিনদিন বেড়িয়ে শুক্রবার তারা ভারতে ফিরে যেতে অটোরিকশা করে রামগড়ের লাচারীপাড়া সীমান্ত এলাকায় যাচ্ছিল। পথে চেক পোস্টে তারা বিজিবির হাতে আটক হয়।

বিজিবি জানায়, শুক্রবার বিকালে রামগড় বিওপি সংলগ্ন ২২১৬/২আরবি সীমান্ত পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে আটক স্কুলছাত্রীসহ আটজন ভারতীয়কে হস্তান্তর করতে চাইলে বিএসএফ তাদের গ্রহণ করতে অসম্মতি জানায়। ওই বৈঠকে ৬ সদস্যের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রামগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জয়েন উদ্দিন। ৮ সদস্যের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন সাব্রুমের ৬৬ বিএসএফ ব্যাটালিয়নের কাঁঠালছড়ি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এসআই এসএস পান্ডে।বিএসএফের অসম্মতির কারণে শুক্রবার রাত পর্যন্ত আটক ভারতীয়দের ফেরৎ পাঠানো যায়নি।

বিজিবি আরও জানায়, আটকদের রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। শনিবার পুনরায় বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এদের ফেরৎ পাঠানোর চেষ্টা করা হবে।

Bootstrap Image Preview