Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আজ আইপিএল উদ্ধোধনী ম্যাচে ধোনি-কোহলির লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview


শনিবার (২৩ মার্চ)-ই সব প্রতীক্ষার অবসান। আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জমজমাট মোকাবিলা দিয়ে শুরু হতে চলেছে আইপিএল ২০১৯। সিংহের ডেরায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিরাট কোহলির চ্যালেঞ্জার্সরা। অবশ্যই দুই দলই জিতেই শুরু করতে চাইছে। রেকর্ড কিন্তু চেন্নাইয়ের পক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

আজকের উদ্ধোধনী ম্যাচে চলুন জেনে নেওয়া যাক দুই দলের শেষ খবরা খবর।

সিএসকে-র খবর

প্রথম ম্যাচে সিএসকে দলে নেই দুই দক্ষিণ আফ্রিকান দুপ্লেসিস ও ইমরান তাহির। গত বছর সিএসকের হয়ে ওপেনিং জুটি হিসেবে দারুণ সফল হয়েছিলেন রায়ডু ও ওয়াটসন। এবারও তাদেরকেই ওপেন করার দায়িত্ব দেওয়া হতে পারে। ধোনি-রায়না-কেদার যাদবের মিডল অর্ডারেও হাত দেওয়া হবে বলে খবর নেই। দুই অলরাউন্ডার হিসেবে সম্ভবত খেলবেন ডোয়েন ব্রাভো ও মিচেল স্যান্টনার। বাকি এক বিদেশীর কোটায় খেলার কথা স্যাম বিলিংস ও ডেভিড উইলির মধ্যে একজনের।

আরসিবির খবর

আরসিবি দলের হয়ে ওপেন করতে পারেন কোহলি-পার্থিব জুটি। এরপর অবশ্যই এবিডি। শোনা যাচ্ছে মিডল অর্ডারে প্রথম ম্য়াচ থেকেই খেলানো হবে এবারই দলে নেওয়া ক্য়ারিবিয়ান প্রতিভা শিমরন হেটমায়ারকে। ফিটনেস নিয়ে ন্য সমস্যা থাকলেও প্রথম ম্যাচে খেলানো হতে পারে নিলামে প্রচুর অর্থ ব্যয় করে দলে নেওয়া শিবম দুবে-কেও। ভারতের হয়ে সম্প্রতি প্রত্।যাশিত সাফল্য না পেলেও আরসিবি জার্সিতে গত আইপিএল-এ ২০ উইকেট নেওয়া উমেশ যাদবও সুযোগ পেতে চলেছেন। চাহাল ও মইন আলির পাশে তৃতীয় স্পিনার হিসেবে পবন নেগি বা ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হতে পারে।

আইপিএলের মঞ্চে সিএসকে ও বেঙ্গালুরুর মুখেঅমুখি সাক্ষৎ হয়েছে ২৩ বার। যার মধ্যে মহেন্দ্র সিং ধোনির দল জিতেছে ১৫টি ম্যাচ। বিররিতে বিরাট কোহলির দল জিতেছে মাত্র সাত ম্যাচে। একটি ম্যাচে ফলাফল হয়নি। শেষ ৫ সাক্ষাত - প্রত্যেকটিতেই সিএসকে জয়ী।

Bootstrap Image Preview