Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল পেকুয়ায় উপজেলা পরিষদ নির্বাচন 

 রিদুয়ান হাফিজ, চকরিয়া-পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৯:৫৩ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:২৪ AM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ আগামীকাল রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মনোনয়ন বাতিল হয়ে গেছে এমন চেয়ারম্যান পদপ্রার্থীর প্রতীক ব্যালটে ছাপানোয় সেখানে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

কক্সবাজার জেলায় পেকুয়া উপজেলায়ও একই দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট গ্রহণকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। নির্বাচনে ৪০টি কেন্দ্রে ২৫৫টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট এক লাখ ৬ হাজার ২৪৯ জন ভোটার। পুরুষ ভোটারের সংখ্যা ৫৫ হাজার ৬শত ৩৩ জন। মহিলা ভোটার সংখ্যা ৫০ হাজার ৯শ' ১৬ জন। 

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্ততি জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মো.শহিদুল ইসলাম।

দায়িত্বে থাকবেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়াও পাঁচ প্লাটুন  বিজিবি, বিপুল পুলিশ সদস্য নির্বাচনে আইন শৃংখলায় রক্ষায় দায়িত্ব পালন করবেন। দু'টি স্ট্রাইকিং ফোর্স, দশটি পুলিশের ভ্রাম্যমান টিম ভোট গ্রহনের দিন নিরাপত্তা বলয়সহ টহল জোরদার করবেন

প্রত্যেক ভোট কেন্দ্রে দুইজন আর্মসধারী পুলিশসহ ১২জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রিসাইডিং কর্মকর্তা ৪০ জন। তাদের অধীনে পুলিং ও নির্বাচনী কর্মকর্তারা ভোট গ্রহন সময় দায়িত্বে নিয়োজিত থাকবেন।

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ১২ জন। চেয়ারম্যান পদে ভোট করছেন ৩ প্রার্থী। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হয়েছেন দলটির উপজেলার সাধারণ সম্পাদক আবুল কাসেম (নৌকা), নাগরিক কমিটি মনোনীত স্বতন্ত্র প্রার্থী কক্সবাজার জেলা আ'লীগের সদস্য এস.এম গিয়াস উদ্দিন (আনারস), উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (দোয়াত কলম)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাজ্জাদুল ইসলাম (টিউবওয়েল), মেহেদী হাসান ফরায়েজী (বই), আজিজুল হক (চশমা), কায়সার উদ্দিন (উড়োজাহাজ), নাছির উদ্দিন বাদশাহ (মাইক) ও মেহের আলী (তালা)।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে কুলসুম মিনু (ফুটবল), সাবেক ভাইস চেয়ারম্যান নাজনীন ফারজানা লাভলী (হাঁস) ও হাছিনা বেগম (প্রজাপতি)।

Bootstrap Image Preview