Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বন্দুকধারীকে বাকি জীবন কারাগারে একাকি কাটাতে হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১০:৫২ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১১:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুক হামলা করে ৫০ জন মুসলিমকে হত্যাকারী ব্রেনটন ট্যারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে বলে জানালেন দেশটির উপপ্রধানমন্ত্রী উইনস্টোন পিটার্স।

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) নির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে বক্তব্য প্রদানের সময় তিনি একথা জানান বলে জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ।

নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানান, ক্রাইস্টচার্চ শহরের আল নূর ও লিনউড মসজিদে হামলা করে ৫০ জনকে হত্যা এবং ৫০ জনকে আহত করা বন্দুকধারীকে বাকি জীবন কারাগারে একাকি কাটাতে হবে।

তিনি মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, কোনও শাস্তির মানদণ্ডে তার অপরাধের মাত্রা তুলনা সম্ভব নয় কিন্তু ভুক্তভোগীরা অবশ্যই ন্যায়বিচার পাবে। এসময় তিনি নিহতদের প্রতি শোক জানানো নিউজিল্যান্ডের মানুষের একাধিক ছবি দেখান সবাইকে।

বিদ্বেষপূর্ণ আদর্শকে সমূলে উৎপাটনে সবাইকে সংহতি প্রকাশের আহ্বানও জানান তিনি।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে দুটি মসজিদে চালানো সন্ত্রাসী হামলা, বর্ণবাদ, বিদেশিদের সম্বন্ধে অহেতুক ভয় এবং ইসলামোফোবিয়ার কারণে সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য ওআইসি সামিট চেয়ার হিসেবে তুরস্ক এই বৈঠক আহ্বান করে।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে উইনস্টোন পিটার্স বলেন, আমাদের দেশের মানুষ অ্যানজ্যাক ডে উপলক্ষে এখানে এলে তাদের স্বাগত জানানো হবে এই নিশ্চয়তা নিয়ে দেশে ফিরছি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মানুষ প্রতি বছরের ২৫ এপ্রিল সব যুদ্ধ, সংঘাত এবং শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণকারী ও নিহতদেরকে স্মরণ করে।

Bootstrap Image Preview