Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলকাতায় কালবৈশাখীতে দুই জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৯:৪১ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৯:৪১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায় শুক্রবার কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের আবহাওয়া দফতর ঝড়ের গতিবেগ হিসাব করে এটিকে কালবৈশাখী ঝড় হিসেবে অভিহিত করেছে। বেশ কিছু অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

কলকাতার দৈনিক আনন্দবাজার প্রত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার শেষ বিকেলে ঝড়, বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও আশপাশের এলাকাগুলোতে। হঠাৎ ঘন মেঘে ঢেকে যায় আকাশ। সঙ্গে মেঘের গর্জন। আবহাওয়া দফতর জানিয়েছে, কালবৈশাখী এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার।

কালবৈশাখী ঝড়ে কলকাতার শিয়ালদহতে দারুণ ভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। বেশ কিছু সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। তাছাড়া পূর্ব বর্ধমান ও বুদবুদে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। কলকাতাসহ বেশ কিছু স্থানে অনেক গাছ উপড়ে পড়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার উপর দিয়ে ঝোড়ো বাতাস থেকে কালবৈশাখীর উৎপত্তি। কলকাতাসহ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও আবার ঝোড়ো হাওয়া বইতে পারে।

Bootstrap Image Preview