Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাঘাইছড়ির হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৯:২৬ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview


রাঙ্গামাটির বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আনসার সদস্য মিহির কান্তি দত্তের হারিয়ে যাওয়া অস্ত্রটি (নং-৩০৩) উদ্ধার করা হয়েছে। বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কের ১০ কিলো নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ মার্চ) সকালে অস্ত্রটি উদ্ধার করে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা।

বাঘাইহাট জোন পরিচালিত তল্লাশি অভিযানের সময় খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা আনসার কর্মকর্তা আবুল বাসার।

সোমবার (১৮ মার্চ) হামলার সময় আনসার সদস্য মিহির কান্তি দত্তের সঙ্গে থাকা থ্রিনটথ্রি রাইফেলটি সে সময় হারিয়ে যায়।

অন্যদিকে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৯ মাইল এলাকায় নির্বাচনী কাজ শেষ করে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ার ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও নিরীক্ষা) আল মাহমুদ ফাইজুল কবির।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী ও বাঘাইছড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন। এছাড়া বাঘাইছড়ি স্থানীয় প্রশাসনের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।

এদিকে বাঘাইছড়ি ঘটনায় গুলিবিদ্ধ আরো দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, রওশন আরা বেগম ও জ্যোৎস্না চাকমা।

প্রসঙ্গত, রাঙ্গামাটির বাঘাইছড়িতে গত সোমবার (১৮ মার্চ) সাজেকের তিনটি ভোট কেন্দ্রে দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে চারটি গাড়িযোগে বাঘাইছড়ি সদরে ফেরার পথে নয় মাইল এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ হামলায় নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা সদস্য আনসারসহ ৭জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হন।

Bootstrap Image Preview