Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিরোজপুরে ৪৫২ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৭:৫৩ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview


পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব: জাহিদ ফারুক শামীম বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশ পরিচালনার দ্বায়িত্বে আছেন বলেই পিরোজপুর জেলা তথা সমগ্র দক্ষিণাঞ্চলে এখন উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান।

শুক্রবার (২২ মার্চ) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৪৫২ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ উন্নয়নের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট পরিচালক মোঃ হাবিবুর রহমানসহ পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্ঈাদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ভান্ডারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খসরু জমাদ্দার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ২০৯ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজসহ মোট ৬টি পোল্ডারে অন্তর্ভূক্ত বিভিন্ন প্রকল্প আগামী ২০২১ সালের মধ্যে শেষ হবে বলে আশা করছেন তারা।

Bootstrap Image Preview