Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারতগামী নারীকে গণধর্ষণকারী দুই আসামি আপত্তিকর অবস্থায় গ্রেফতার

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকায় এক নারীকে ৩ দিন ধরে আটকিয়ে রেখে গণধর্ষণ করার মূল হোতা নুরনবী ও নজুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) বিকালে জেলার হাতীবান্ধা অডিটরিয়াম এলাকায় আনন্দ আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ওই হোটেল থেকে এক নারীকেও গ্রেফতার করেছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, গণধর্ষণের মূল দুই হোতা ওই আবাসিক হোটেলে আছেন এমন গোপন সংবাদ ছিলো পুলিশের কাছে। পাটগ্রাম থানা পুলিশের সহযোগিতায় হাতীবান্ধা থানা পুলিশ ওই আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় গণধর্ষণ মামলার মূল হোতা আনন্দ আবাসিক হোটেলের মালিক, হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া এলাকার আফছার আলীর পুত্র নজরুল ইসলাম নজু ও পাটগ্রাম ইসলামপুর এলাকার রমজান আলীর পুত্র নুরনবীকে গ্রেফতার করা হয়।

একই সময় এক নারীকেও আটক করা হয়েছে। পরে তাদের পাটগ্রাম থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার ব্যবস্থার কথা বলে ওই নারীকে শেরপুর থেকে এনে ৩ দিন ধরে আটকিয়ে গণধর্ষণ করনে তারা। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীকে বুড়িমারী স্থলবন্দর এলাকায় যশোদা পরিবহন নামে বাস কাউন্টারে উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।

Bootstrap Image Preview