Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাকসু নির্বাচন নিয়ে ছাত্রলীগের সঙ্গে সংলাপ ২৪ মার্চ

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে শাখা ছাত্রলীগের সঙ্গে আলোচনায় বসবে রাকসু নির্বাচন সংক্রান্ত মতবিনিময় কমিটি। আগামী রবিবার (২৪ মার্চ) এ আলোচনা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২২ মার্চ) রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাকসু নির্বাচন নিয়ে আগামী ২৪ মার্চ শাখা ছাত্রলীগের সঙ্গে প্রক্টর অফিসে আলোচনায় বসা হবে। এতে রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ জন অংশ নিতে পারবেন। এ ছাড়াও নির্বাচন সংক্রান্ত কোন দাবি থাকলে সংগঠনের প্যাডে নিয়ে আসার জন্য বলা হয়েছে।

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান, সংলাপের আমন্ত্রণ পেয়েছি। সেখানে রাকসুর দ্রুত তফসিল ঘোষণা, গঠনতন্ত্র যুগোপযোগী, ভোটা তালিকা প্রণয়নসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট চিন্তা করে প্রশাসনের নিকট বেশ কিছু দাবি পেশ করব বলে জানান তিনি।

এর আগে ২০ জানুয়ারি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রক্টরকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে ৭ ফেব্রয়ারি ছাত্র ফেডারেশনের সঙ্গে সংলাপ শুরুর মধ্যে দিয়ে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করে আসছে মতবিনিময় কমিটি।

Bootstrap Image Preview