Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে সবজির বাজারে আগুন, প্রতি কেজি কাকরল ৩০০ টাকা

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৪:৩৫ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরের বাজারগুলোতে হঠাৎ করে সব ধরনের সবজির দাম বেড়েছে। মাছ আর মুরগির চেয়ে এখন সবজির দাম বেশি। ক্রেতাদের নাগালের বাইরে সকল সবজির দাম। বাজার করতে গিয়ে হিমশীম হচ্ছে মধ্যবিত্তরা।

সরেজমিনে কাজির দেউরি বাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি কাকরল বিক্রি হচ্ছে ৩০০ টাকা। বরবটি, ঝিঙ্গা, তিত করলা ও সজনে ডাটা বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ টাকায়। ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ টাকায়।

একই মূল্য নগরীর চকবাজার, বহদ্দারহাট, দেওয়ান হাট, অলংকার, বিবিরহাট, হালিশহর ও কর্ণফুলী মার্কেট ও সিটি কলেজ এলাকায়। কিছুটা কম মূল্য আছে রিয়াজ উদ্দিন বাজার ও ফইল্যাতলী বাজারে। এ ছাড়া নগরীর ফুথপাতে ভাসমান সবজি বিক্রেতাদের সামান্য কমে সবজি বিক্রি করতে দেখা গেছে।

বিক্রেতারা জানিয়েছে, বাজারে সবজির সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। তারা বলেন সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

রিয়াজউদ্দিন বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এই সময়টিতে সরবরাহ কম থাকায় সবজির দাম একটু বাড়তি থাকে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে সবজির সরবরাহ বাড়বে। এতে দাম কমবে বলে আশা করছেন তারা।

কাজির দেউরি, রেয়াজউদ্দীন বাজার ও চকবাজার কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, এক কেজি শিমের বিচি বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। চিচিঙ্গা ৭০ টাকা, পটল ৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, লাউ কেজি ৪০ টাকা ও মিষ্টি কুমড়া প্রতিকেজি ২৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, মিষ্টি কুমড়াশাকের আঁটি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

কাজির দেউরির বাশিন্দা আয়েশা বেগম বলেন, সবজির দাম এখন নাগালের বাইরে। প্রায় সবজি ৯০-১০০ টাকা। সামনে রমজান মাস, ওই সময়ে বাজার নিয়ন্ত্রণে থাকলেই হলো।

Bootstrap Image Preview