Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ভূগোল ও পরিবেশবিদ্যার প্রথম অ্যালামনাই অনুষ্ঠিত

আকরাম হোসাইন, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৩:৪৭ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবন চত্বরে জাতীয় পতাকা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি ও অ্যালামনাই এডহোক কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। 

অনুষ্ঠানে শিশির কুমার সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অ্যালামনাই এডহোক কমিটির সদস্য-সচিব অধ্যাপক মাসুদ পারভেজ রানা।

এসময় উপস্থিত ছিলেন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, বিভাগের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দরা।


 

Bootstrap Image Preview