Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেলপথে মালামাল না যাওয়ায় ট্রাক সেক্টরকে দোষলেন রেলমন্ত্রী 

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগে বুড়িমারী স্থলবন্দর থেকে মালামাল রেলপথে যেত, এখন ট্রাকে যাচ্ছে। ট্রাক সেক্টররের সিন্ডিকেটের কারণে এখন আর রেলপথে মালামাল যাচ্ছে না। এতে রেলওয়ে বিভাগ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ব্যবসায়ীরা যদি আবারও উদ্দ্যোগ নিয়ে রেলপথে মালামাল পরিবহন করেন তাহলে রেলওয়ে বিভাগ আরো লাভজনক হয়ে উঠবে।

শুক্রবার (২২ মার্চ) লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উওরে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, বুড়িমারী স্থল বন্দর-চ্যাংরাবান্ধা রুট দিয়ে ৪ দেশিয় ট্রেন পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল ৪ দেশিয় বাণিজ্যিক যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই শুরু হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছেন স্থলবন্দর ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

আগামী দুই বছরের মধ্যে এসব বাস্তবায়ন হবে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি তিনবিঘা এক্সপ্রেস চালু হবে। 

এসময় মন্ত্রীর সাথে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, সাবেক এমপি সফুরা বেগম রুমি, জেলা পরিষদ সদস্য মতিয়ার রহমান, জেলা প্রশাসক শফিউল আরিফ, রেলপথ মহা পরিচালক খন্দকার শহিদুল হক ও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, সহকারী পুলিশ সুপার তাপস সরকার উপস্থিত ছিলেন।

 


 

Bootstrap Image Preview