Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'বাংলাদেশী ফুটবলারদের প্রশিক্ষণ দেবে আর্জেন্টিনা'

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশী ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা।

গতকাল আর্জেন্টিনার পররাষ্ট্র ও উপাসনালয় বিষয়ক মন্ত্রী জর্জ মারসেলো ফ্যাউরির সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ প্রস্তাব দিয়েছিলেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাতে বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণের কথা তুললে তাতে সহযোগিতা প্রদানের সম্মতি দেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

ফলপ্রসূ এ বৈঠকে ‘ফ্রেন্ডস্ অব লিবারেশন ওয়ার অনার’ অ্যাওয়ার্ড প্রাপ্ত আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন তা স্মরণ করেন।

কৃষি ও কারিগরি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহের কথা জানান আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

দুই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন।

তা ছাড়া আর্জেন্টিনায় বাংলাদেশের একটি অনারারি কনস্যুলেট খোলা এবং অনারারি কনসাল নিয়োগের অগ্রায়নের বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুলে ধরলে এক্ষেত্রে দ্রুত এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়েও আলোচনা হয় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে স্বেচ্ছা প্রণোদিত প্রত্যাবাসনের বিষয়টিতে আর্জেন্টিনা একমত পোষণ করে মর্মে জানান মারসেলো ফ্যাউরি।

তিন দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল শেষ হবে।

Bootstrap Image Preview