Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আলাদা উপজেলা করে সাঘাটার মানুষের প্রাণের দাবি পূরণ করা হবেঃ ডেপুটি স্পীকার

মোস্তাফিজুর রহমান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১২:৩৯ PM

bdmorning Image Preview


জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, সাঘাটা উপজেলা প্রশাসনিক সকল ভবন সাঘাটায় ফিরিয়ে এনে বোনারপাড়াকে আলাদা উপজেলা ঘোষণা করে সাঘাটার মানুষের প্রাণের দাবি পূরণ করা হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে থৈকরেরপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে থৈকরেরপাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ডেপুটি স্পিকার আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। জনগণের কল্যাণে কাজ করে। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় নদী ভাঙ্গন থেকে সাঘাটা বাজার, সাঘাটা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিস্তীর্ণ এলাকার আবাদী জমি, বসতবাড়ী রক্ষা পেয়েছে। দেশের মানুষের সার্বিক কল্যাণে বর্তমান সরকার নানামুখী প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন কাজ চলছে। 

এ কারণে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়ন শীল দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে। যার সুফল জনগণ ভোগ করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত গাইবান্ধার বালাসি-বাহদুরাবাদের মধ্যে টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই টানেল নির্মাণ সম্পন্ন হলে ঢাকা, চট্টগ্রামের সাথে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি উত্তরাঞ্চল অর্থনীতিতে সমৃদ্ধি লাভ করবে। 

জুমারবাড়ী ইউনিয়ন আ’লীগ সভাপতি মাহফুজার রহমান মাফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, ইয়াকুব আলী, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে খামার পবনতাইড় জামে মসজিদের ও এলজিইডির সাঘাটা উপজেলার থৈকরেরপাড়া সামাদ মেম্বারের বাড়ী ওয়াপদা বাঁধ রাস্তা ১৩,০০৩ মিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 


 

Bootstrap Image Preview