Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মুরাদনগর গড়তে চান কিবরিয়া

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১২:৪৫ PM

bdmorning Image Preview


আসন্ন মুরাদনগর উপজেলা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ গোলাম কিবরিয়া সরকার ৩১ মার্চ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সর্বত্র প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে তিনি জয়লাভ করবেন এমনটাই প্রত্যাশা তার।

গণসংযোগকালে এক সাক্ষাৎকারে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণকর এবং বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মুরাদনগর উপজেলার কৃতি সন্তান আলহাজ মো: গোলাম কিবরিয়া সরকার বলেন, আমি আশা করি একটি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ডিজিটাল মুরাদনগর গড়তে ভোটাররা আমাকেই (কাপ-পিরিচ মার্কায়) ভোট দিয়ে নির্বাচিত করবেন।

তিনি আরো বলেন, নির্বাচিত হতে পারলে জনগণকে সাথে নিয়ে জনগণের উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করব এবং একটি আধুনিক মুরাদনগর গড়ে তুলবো। কুমিল্লা জেলাতে গুরুত্বের দিক থেকে মুরাদনগর একটি গুরুত্বপূর্ণ উপজেলা তাই এ উপজেলার জনগণের কথা চিন্তা করে আমি ইতিমধ্যে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, খেলার মাঠসহ জনকল্যাণকর ২২টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি।

ভবিষ্যতে-এ ধারাবাহিকতা অব্যাহত রাখব। বর্তমান সময়ে মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়ন ও ৩০৮টি গ্রামে মাদক ও বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে রক্ষা কারার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনের উপর বিশেষ গুরুত্বারোপ করব। মুরাদনগর হবে একটি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত উপজেলা।

Bootstrap Image Preview