Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১১:৪৮ AM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের ভালুকায় নদ-নদী, জলাশয়, খাল-বিল দখল ও দূষণমুক্ত করে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের আয়োজনে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ভালুকা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য আলা উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রুমানা শারমিন, মডেল থানা অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার প্রমুখ। 

বক্তারা ময়মনসিংহের ভালুকার ঐতিহ্যবাহী খিরু নদীসহ উপজেলার বিভিন্ন খান-বিল খনন ও ভরাট এবং উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ও রঙের পানি প্রতিরোধ করণীয় সম্বন্ধে আলোচনা করেন।   

Bootstrap Image Preview