Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মহিলা কর্মচারী

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৯:৫৬ AM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৯:৫৬ AM

bdmorning Image Preview


বগুড়ায় অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মহিলা বিষয়ক অধিদফতরের মহিলা কর্মচারী মোছাঃ শিউলি খাতুন।

বিজ্ঞ আদালতের সমন পেয়ে বৃহস্পতিবার (২১মার্চ) জামিনের আবেদন করলে শুনানী শেষে জেলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলুল হক ওই মহিলার জামিন না মঞ্জুর করে কাস্টেডি ওয়ারেন্টমূলে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশে ওইদিন বিকেলে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আটক শিউলি বগুড়া সদর উপজেলার কুকরুল মধ্যপাড়ার মাসুদের স্ত্রী। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর পরিচালনাধীন একটি স্কুলের শিক্ষিকা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট নরেশ মুখার্জী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার রেজাউল করিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেন ওই মহিলা। পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর তদন্তে উক্ত ঘটনা মিথ্যা প্রমাণিত হয়।

পরে এ ঘটনায় রেজাউল বাদি হয়ে একই আদালতে মামলা করলে বৃহস্পতিবার সরকারি ওই কর্মচারীর জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

 

Bootstrap Image Preview